বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ এএম, ১২ নভেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার কমিটি গঠন করা হয়েছে

শেখ হাসনাত জনিকে আহ্বায়ক এবং মো. আশরাফুল আলম অপূর্বকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে এই কমিটি প্রকাশ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ছাব্বির আহমদ এবং মুখপাত্র হয়েছেন সাবা সরকার তৌওশী। এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ৪২ জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে ৪৪ জন, সংগঠক হিসেবে ৫২ জন এবং সদস্য হিসেবে ১১২ জনকে পদ দেওয়া হয়েছে।

এনএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।