‘যুদ্ধ শেষ হয়নি’ জানিয়ে ফের ফেসবুক প্রোফাইল লাল করলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১১ নভেম্বর ২০২৪
হাসনাত আব্দুল্লাহ/ ছবি- সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার পর ফেসবুকে প্রোফাইল ছবি লাল করার কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই কর্মসূচি সাদরে গ্রহণ করেছিল নেটিজেনরা। ফেসবুক প্রোফাইলে লাল ছবির সয়লাব দেখা গিয়েছিল।

শিক্ষার্থীদের সেই আন্দোলন একপর্যায়ে রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। ওই অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি উপদেষ্টা পরিষদে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিনের নিয়োগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বিক্ষোভ সমাবেশও হয়েছে।

jagonews24.com

বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজনকে গ্রেফতারের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ঘটনাকে সরকারের ভণ্ডামি বলে উল্লেখ করেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে নিজের প্রোফাইল ছবি লাল করে ‘নতুন যুদ্ধের’ ঘোষণা দিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইলে লাল ছবি দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’

এর কয়েক মিনিট আগে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে আরেক পোস্টও দেন তিনি। তাতে লেখা হয়েছে, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোড়াই কেয়ার করেছি, উৎখাত করেছি। আপনেরা কোন হনু হইছেন!’

অন্তর্বর্তী সরকারের নতুন দুই উপদেষ্টার নিয়োগ নিয়ে সরকারকে সতর্ক করে দেওয়া এসব পোস্টে অনেকেই হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে আবার বিরূপ মন্তব্য করছেন।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।