মোহাম্মদপুর থানার দেওয়ালের পাশে পড়ে ছিল অস্ত্র-গুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১১ নভেম্বর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর থানা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। যার মধ্যে রয়েছে ছয়টি ১২ বোর শটগানের সীসা গুলি, একটি ৭.৬২ চাইনিজ রাইফেলের গুলি, তিনটি .২২ বোরের গুলি ও একটি স্টিলের তৈরি পুলিশের মনোগ্রাম।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন স্থানে একটি লাল রঙের ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। পরে সেখানে পুলিশের একটি টহলদল ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করে।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।