দুর্নীতির মামলায় সিডিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১১ নভেম্বর ২০২৪

দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড অফিসার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১১ নভেম্বর) সিডিএ সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়ের করা বিশেষ মামলা নম্বর- ৪০/২০১২, ৪১/২০১২ ও ৪৩/২০১২ চলমান থাকায় সিডিএ কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ এর ৪০(ঙ) ধারা মোতাবেক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে। এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও লেখা আছে।’

এএজেড/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।