পেটের ভেতরে ইয়াবা, ধরা পড়লো এক্সরেতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০২৪

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৮০ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি মাদক বহন করছিলেন নিজের পেটের ভেতরে। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া।

সোমবার (১১ নভেম্বর) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি রাকিব হাসান ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়াবাসহ আটক মো. জুয়েল মিয়া কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার কাছে মাদক থাকার খবরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকায় অবস্থান নেয় এয়ারপোর্ট এপিবিএনের একটি দল। জুয়েল মিয়া কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।

পেটের ভেতরে ইয়াবা, ধরা পড়লো এক্সরেতে

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুয়েল পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হলে তার পেটের ভেতরে কালো টেপ মোড়ানো ৭১ ডিম্বাকৃতির পোটলা পাওয়া যায়। সেসব পোটলায় ছিল ৩ হাজার ৮০ পিচ ইয়াবা, যার মোট ওজন ৩০৮ গ্রাম।

জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন এএসপি রাকিব।

তিনি বলেন, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন।

টিটি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।