তিন মাসে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ ও সাফল্য

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১০ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক/ফাইল ছবি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত শুক্রবার (৮ নভেম্বর) তিন মাস পূর্ণ করেছে। এই তিন মাসে তাদের গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্য তুলে ধরেছে সরকার।

রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কর্তৃপক্ষ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের কার্যক্রম এবং অর্জনগুলোর একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও সফলতা দেখতে এখানে ক্লিক করুন।

এমইউ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।