মুজিববাদীরা মুর্খ, আত্মমর্যাদাহীন দেউলিয়া: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১০ নভেম্বর ২০২৪

ছাত্রলীগ, আওয়ামী লীগসহ মুজিববাদী বলে যারা নিজেদের পরিচয় দেন, তারা মুর্খ এবং আত্মমর্যাদাহীন দেউলিয়া বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগ, যেকোনো লীগ নিজেদের যারা মুজিববাদী বলেন, মুজিববাদের সঙ্গে রয়েছেন, তারা মুর্খ। তাদের ন্যূনতম পড়াশোনাটাও নেই। ওরা আত্মমর্যাদাহীন। ওরা বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সব কিছুতেই ওরা দেউলিয়া। তারা এখন বিদেশে বসে বসে ষড়যন্ত্রের চেষ্টা করছে।’

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। ১৬ মিনিটের লাইভে আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ কীভাবে বিতাড়িত হয়েছে, তা স্মরণ করিয়ে দেন এ ছাত্রনেতা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে। ওদের কমেন্টের প্যাটার্ন দেখলেও যে কেউ এটা বুঝবেন যে ওরা মুর্খ। একটা স্পেসিফিক কমেন্ট কপি-পেস্ট করে সবাই চালিয়ে দিচ্ছে। ওরা যে নিজে একটা কমেন্ট লিখবে, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে; সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।’

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হারপিক মজুমদার না কি যেন নাম, উনি উপদেষ্টাদের নামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা করেছেন। আবার বলছেন, তাদের সঙ্গে নাকি জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেনো পালিয়ে গেলো? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।’

আওয়ামী লীগ, ছাত্রলীগকে দেখা দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগে বিএনপিকে লক্ষ্য করে সার্কাজম করতেন যে, বিদেশে বসে কিছু হবে না। তাদের দেশ ছাড়তে বাধ্য করেছেন। দেশে ফিরতেও দেননি। আবার বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না। তো আজকে আপনারা কেন বিদেশে? আপনারাও দেখা দেন, একটা মিনিটের জন্য একটু দেখা দেন। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। অপনারা কোথায় আছেন?’

এএএইচ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।