নূর হোসেন চত্বরে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসময় অংশ নেন।
আজ রোববার (১০নভেম্বর) বেলা ১১টায় জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানান তারা। এসময় তারা এক মিনিট নিরবতাও পালন করেন।
আরও পড়ুন:
- দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না
- আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
- জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি, ঢাকায় সতর্ক পুলিশ
রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আজ গর্তের মধ্যে লুকিয়ে আছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের কর্মীদের বলতে চাই আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না। শেখ হাসিনার যদি বাপের বেটি হতো, প্রকৃতপক্ষে শেখ মুজিবের কন্যা হতো, তাহলে এই বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যেত না।
তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার প্রেত্মাতারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। শ্রদ্ধা জানানোর পরে আমরা আওয়ামী লীগের কার্যালয় সামনে মিছিল করবো, দেখতে চাই কোথায় আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের ধরে ধরে জেলে ঢুকানোর ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আরএএস/এসএনআর/এমএস