ভালোবেসে বিয়ে, ২ মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার একটি বাসা থেকে মো. জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনীষা আক্তার (১৮) নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মাস আগে ভালোবেসে দুজন বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

জুবায়ের পাবনা জেলা সদরের আজিমউদ্দিনের ছেলে ও মনীষা গাজীপুরের কাপাসিয়ার থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাসেত জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে রামপুরার চৌধুরীপাড়া তাহেরুন ভিলা নামের একটি বাসা থেকে দরজা-ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই আব্দুল বাসেত বলেন, ভালোবেসে দুই মাস আগে বিয়ে করে বিপুল ও মনীষা। পারিবারিক বিষয় নিয়ে দুইজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জুবায়ের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন ও মনীষা জানালা গ্রিলের সঙ্গে ফাঁস দেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী-আমিন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।