আইন উপদেষ্টা
সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রানি মামলা রহিত হবে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটি বাতিল হলে সাংবাদিক, সমাজসেবক, মুক্তমনা মানুষসহ যারা নানানভাবে হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তাদের মামলা এমনিতেই রহিত হবে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।
এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, তবে কিছু মামলা থেকে যাবে, যেগুলো হ্যাকিং করে তথ্য চুরির মতো সত্যিকারের অপরাধের জন্য হয়েছে। কিন্তু ফেসবুকে লেখা বা সত্যিকারের সংবাদ লেখার জন্য যেসব মামলা হয়েছে, সেগুলো রহিত হয়ে যাবে।
- আরও পড়ুন
- সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
- অনলাইনে প্রথম পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির আরাফাত
- ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের তন্ময়
এ সময় উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিকদের বড় অংশের ইতিবাচক ভূমিকা ছিল। তারপরও কিছু ‘সো কলড’ সাংবাদিক নেতা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন সুবিধা নিয়েছেন।
তিনি বলেন, টেকনাফের বদিকে (সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি) যেমন রাজনৈতিক বলা যায় না, তিনি ইয়াবা ব্যবসায়ী। তেমন ওইসব লোক সাংবাদিক নন, ফ্যাসিস্ট সরকারের দোসর।
ফ্যাসিবাদের সঙ্গে থাকতে সাংবাদিকদের চাপও ছিল। কিন্তু যারা প্রকৃত সাংবাদিক ছিলেন তারা তাদের বিরুদ্ধে না যেতে পারলেও চুপ থেকেছেন, যোগ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।
এনএইচ/কেএসআর/এএসএম