পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের স্পেকুলেট করার প্রয়োজন নেই। আগামী দু-তিন মাস দেখি। দুই মাস সময়তো আছে। তারপর উনি (ট্রাম্প) দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সে অনুযায়ী আমাদের…।

‘উনি (ডোনাল্ড ট্রাম্প) তো বলেন নাই বাংলাদেশের সঙ্গে ভালো করবেন বা খারাপ করবেন। কিছুই বলেন নাই।’

তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো কিন্তু এর পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটি বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে। আমি মোটেও তা মনে করি না।

‘আমি দেখি, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। তারপর দেখা যাবে যে কী হয়’- যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সাম্প্রতিক কুয়েত সফর প্রসঙ্গে তিনি বলেন, কুয়েতের সফরটি প্রথমবার দুশনবের বাইরে হয়েছে। অ্যান্টি টেরোরিজম নিয়ে ছিল। অনেকেই অনেক কথা বলেছে। তবে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সংক্ষেপে আমাদের অবস্থান তুলে ধরেছি। আমাদের সরকারি অবস্থান খুবই পরিষ্কার যে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে।

‘তবে একটা কথা অনেকেই বলেননি, কেবল দু-একজন বলেছেন, আমিও সেটা উল্লেখ করেছি যে, সন্ত্রাসবাদের রুট কজ যদি আমরা বের করতে না পারি তাহলে কাজ হবে না। সন্ত্রাসী কার্যক্রম কিন্তু বাড়ছে। একই সঙ্গে সন্ত্রাসী হামলার সংখ্যাও বাড়ছে।’

তৌহিদ হোসেন বলেন, তার মানে এ পর্যন্ত আমরা যা করেছি কাজে লাগছে না। অবশ্যই মূল যে কারণ আছে সেগুলো বের করতে হবে। সেটি হলেই আমরা এ অবস্থা থেকে মুক্তি পাবো।

আইএইচআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।