কক্সবাজারে পাচারের সময় ১২ মুখপোড়া হনুমান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

কক্সবাজারে মহেশখালীতে পাহাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পাচারের সময় বিলুপ্ত প্রজাতির ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকা থেকে খাঁচাবন্দি হনুমানগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নাহিদ বলেন, ‘মহেশখালীর পাহাড় থেকে বন্যপ্রাণী পাচার করার খবরে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে বিলুপ্তপ্রায় ১২টি হনুমান উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, মহেশখালী উপজেলার সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চল শাপলাপুর ও ছোট মহেশখালী। এসব পাহাড়ি এলাকায় এখনো বিলুপ্ত প্রায় মুখপোড়া হনুমান দেখতে পাওয়া যায়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন)-২০১২ অনুযায়ী হনুমানের এ প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এএজেড/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।