গার্মেন্ট কর্মীদের গল্প নিয়ে সেলাই পরিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১০ এএম, ২৯ জুন ২০১৪

রোকেয়া প্রাচীর রচনা ও পরিচালনায় দেশের গার্মেন্ট কর্মীদের জীবনের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ধারাবাহিক নাটক ‘সেলাই পরিবার’। সৈয়দ একে আনোয়ারুজ্জামানের মূল ভাবনা থেকে এ ধারাবাহিক নাটকটির ১৩ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল, আহসান হাবিব নাসিম, মাজনুন মিজান, সুমনা সোমা, নিশা, অলিউল হক রুমি, দিহান, শামিমা তুষ্টি, সাজ্জাদ রেজা, আস্থা, উজ্জল, সাজ্জাদ রাজিব, ইমন, পিয়াল, মিল্টন, বীথি রানী সরকার, কাজী রাজু, রাসেল প্রমুখ।

ক্যামেরায় হাসান ও আহাদ, সহকারী পরিচালক তানজু এবং কারিগরি সহায়তায় ইন্টারকাট সলিউশন। ‘সেলাই পরিবার’ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেছেন এসএম স্টাইল লিমিটেড (স্মার্টেক্স)-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আনোয়ারা বেগম। শিগগিরই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ভিন্নমাত্রার এ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে।

এ উপলক্ষে শনিবার রাজধানীর গুলশান-২-এর পিৎজা ইন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এসএম স্টাইল লিমিটেডের (স্মার্টেক্স) প্রধান নির্বাহী আনোয়ারা বেগম, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, নাটকের নির্মাতা রোকেয়া প্রাচী, বাংলাভিশনের পরিচালক আহসানুল বাশার পাভেল, অভিনয়শিল্পী দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজানসহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।