প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

প্রতিদিন রাত ৯টা থেকে পর দিন সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাকলি অভিমুখী লেনে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য জানিয়ে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

নগরবাসীর উদ্দেশে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টগুলোর প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পর দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলি অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পর দিন সকাল ৮টা পর্যন্ত কাকলি থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।