পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৪৭ প্রতিষ্ঠানকে এক লাখ ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানার পাশাপাশি ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের ১৫ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৪৭ টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানার পাশাপাশি চার হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে এবং দুই হাজার ৯৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

আরএএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।