মোহাম্মদপুরে ডাস্টবিনে পড়ে আছে মানুষের খণ্ডিত পা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ এএম, ০৫ নভেম্বর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা পা’টিতে ব্যান্ডেজ করা রয়েছে।

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে খণ্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, আমরাও খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরণ দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছেন। কোনো রক্ত নেই একেবারে শুকনা।

ওসি বলেন, কীভাবে এখানে এসেছে তা পুলিশ খতিয়ে দেখছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সন্ত্রাসী পা কেটে ফেলে দিলে কি ব্যান্ডেজ থাকবে।

জানা গেছে, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।