গ্রেফতার যুবকের ফোনে অস্ত্র হাতে সেলফি, বাড়িতে লুকানো ছিল বন্দুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরীতে রায়হান (৩০) নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেফতারের পর তার মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে অস্ত্র হাতে তোলা সেলফির ছবি পাওয়া গেছে। এরই সূত্র ধরে সাতকানিয়ায় ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক এবং দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) ভোরে সাতকানিয়া উপজেলার দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়ি থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রোববার দিনগত রাত তিনটার দিকে শাহ আমানত সেতু এলাকায় রায়হানের আচরণ সন্দেহজনক মনে হয় বাকলিয়া থানার টহল পুলিশের কাছে। পুলিশের উপস্থিতিতেই তিনি ফোন লুকানোর চেষ্টা করলে তার ফোন তল্লাশি করে বন্দুক হাতে একটি সেলফি দেখেন পুলিশ সদস্যরা। পরে তার পকেটে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক স্বীকার করে বন্দুকটি তার বাড়িতে লুকানো আছে। সেই মোতাবেক তার বাড়িতে অভিযান চালানো হলে সেখান থেকে একটি একনলা বন্দুক এবং একটি অবিস্ফোরিত ৩০৩ ক্যালিবারের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এএজেড/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।