ঢামেকে পানির পাম্পের পাশে মিললো নবজাতক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পানির পাম্পের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের সামনে পানির পাম্পের পাশে এক নবজাতককে দেখতে পাওয়ার খবর পাওয়া যায়। কে বা কারা নবজাতকটিকে ওই স্থানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

তিনি জানান, নবজাতক উদ্ধারের বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। বিষয়টি শাহবাগ পুলিশ দেখবে।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।