১৬ বছর পর চট্টগ্রামে প্যারেড মাঠে তাফসির মাহফিলের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর চট্টগ্রামের প্যারেড মাঠে (চট্টগ্রাম কলেজ মাঠ) ঐতিহাসিক তাফসির মাহফিল শুরুর প্রস্তুতি নিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ)। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে নগরীর চকবাজার কলেজ রোডের ইসকপ কার্যালয়ে আয়োজিত ‘ঐতিহাসিক পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল-২৫ প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসকপ সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী সম্পাদক খাইরুল বাশার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ইসকপ সহকারী সেক্রেটারি শফিউল আলম ছোবহানী, জামায়াতের নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান, ইসকপ সদস্য মাওলানা জায়নুল আবেদীন, পরিষদের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, সমাজসেবা সম্পাদক ডা. মুহাম্মদ ইলিয়াছ, পরিষদ সদস্য ফজলুল কাদের, হাসমত আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলাম খান, পরিষদ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সহকারী হিসাব কর্মকর্তা মুহাম্মদ হোসাইন প্রমুখ।

সভায় অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। যা চট্টলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। ইসলাম প্রিয় তাওহীদী জনতা দীর্ঘদিন এই আয়োজন হতে বঞ্চিত হয়েছে পতিত স্বৈরাচারীর রোষানলে পড়ে। ২০২৫ এর তাফসিরুল কোরআন মাহফিলে সবকিছু দিয়ে পূর্ণতা দেওয়ার চেষ্টা করা হবে।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।