কার্গো নিষেধাজ্ঞা শিথিল করেছে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৯ মে ২০১৬

নিরাপত্তা ত্রুটির অজুহাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্যবাহী কোনো বিমানের অস্ট্রেলিয়া প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল দেশটির সরকার তা শিথিল করেছে। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী জানান, ৫ মে অস্ট্রেলিয়া হাইকমিশন চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।   

তিনি বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি কোনো বিমান চলাচল করে না। ফলে পণ্যবাহী বিমানের মালামাল অন্য একটি বিমানবন্দরে আরেকদফা স্ক্রিনিং এর পর অস্ট্রেলিয়ায় পাঠাতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে মোট ৫টি মেশিনে পণ্য স্ক্রিনিং চলছে। এর মধ্যে একটি শুধুমাত্র পচনশীল পন্য দ্রুত স্ত্রিনিং করে খালাসে ব্যবহৃত হচ্ছে।

গত বছরের শেষ দিকে এই নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া। এরপর চলতি বছরের ৯ মার্চ একই কাজ করে যুক্তরাজ্য।

এমইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।