ডিবিপ্রধানের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে: ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে হুমকি-ধামকি ও অবৈধ প্রভাব বিস্তারে একটি চক্র হীন চেষ্টায় লিপ্ত রয়েছে বলে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

কোনো ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রোববার (৩ নভেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বা কখনো তার নিকটাত্মীয়, বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে কতিপয় লোক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানা রকম হুমকি-ধামকি ও অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত রয়েছে বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, কোনো ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন)-কে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

টিটি/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।