রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের যোগদান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০২ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার (২ নভেম্বর) সকালে কাজে যোগদান করেছেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামকে রাজবাড়ী জেলার ২৪তম ডিসি হিসেবে নিয়োগ দিয়ে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ চাঁদ মিঞা। তার পিতা বীরমুক্তিযোদ্ধা এবং উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মা জাহানারা সুলতানা। মা-বাবার তিন সন্তানের মধ্যে জাহিদুল ইসলাম সবচেয়ে বড়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন। কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন জাহিদুল ইসলাম।

আরএমএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।