১৬০০০ নম্বর থেকে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করার জন্য ১৬০০০ নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করার জন্য ১৬০০০ নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছে।

এ বিষয়ে সহযোগিতা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইএইচআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।