বর্জ্য অপসারণের সময় বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ৩১ অক্টোবর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বর্জ্য অপসারণের সময় আহত চার পরিচ্ছন্নতাকর্মীকে দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে হাসপাতালে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

বুধবার সকালে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে ময়লায় থাকা বোমা বিস্ফোরণে চার পরিচ্ছন্নতাকর্মী আহত হন।  তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)।

বর্জ্য অপসারণের সময় বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা

স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে তবে সবাই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা হাসান আরিফ আহত পরিচ্ছন্নতাকর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। তিনি জানান, ডিএনসিসির পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

এমএমএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।