শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে গুমের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে গুমের মামলা হয়েছে।একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করন সৈয়দ হাসান মাহমুদ নামের একজন ভুক্তভোগী। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

টিটি/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।