প্রধান উপদেষ্টার প্রেস উইং

গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং/ছবি সংগৃহীত

গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দিবিনিময়) আছে। এই প্রক্রিয়াও (ফিরিয়ে আনার) চলছে।

বুধবার (৩০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপ-প্রেস সচিব।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের দিন ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। ছাত্র-জনতা হত্যায় দেশের বিভিন্ন স্থানে তার নামে শতাধিক মামলা হয়েছে।

এমওএস/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।