সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বাসা থেকে যা পেলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের রাজধানীর উত্তরার বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। জব্দ বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার থানা হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা হয়। একটি মামলা থানা-পুলিশ তদন্ত করছে। বাকি দুটি মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। থানার তদন্তাধীন ছাত্র হত্যার মামলায় তাকে উত্তরা ১০ সেক্টরের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। সব মুদ্রা গণনা চলছে। গণনা শেষে পুরো হিসাব জানা যাবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদকে বুধবার (৩০ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

আবদুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।