বৃহস্পতিবার কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে৷

এর আগে বুধবার সকালে অপর এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্বপাশে উত্তরা ৮নং সেক্টরসহ উত্তর পাশে টঙ্গী নদীর পাড় পর্যন্ত এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য গ্রাহকদের এই ভোগান্তি পোহাতে হবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ৷

এনএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।