মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৯
গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরইমধ্যে ১০ জন বেশি প্রাণ হারিয়েছেন। আহত অর্ধশতাধিক। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারণ ছিনতাই-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সর্বশেষ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে পৃথক ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
এআইজি সাগর আরও বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুজনকে গ্রেফতার করেছে।
টিটি/এসআইটি/এএসএম