রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ তিন, সবাই আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬ এএম, ২৯ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়ছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, রাতে শ্যামপুরে নীল বিল্ডিং হিসেবে পরিচিত সাততলা ভবনের সপ্তম তলার একটি রুমে জামিলসহ তিনজন গল্প করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে জামাল নামের একজন সিগারেট ধরানোর জন্য লাইট জ্বালান। এতে সঙ্গে সঙ্গে রুমে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে তিনজনকেই ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শ্যামপুর এলাকায় দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়ছে। তাদের মধ্যে তুষারের শরীরের ১০০ শতাংশ, জামালের ৭৫ শতাংশ ও জামিলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।