আন্দোলনে হামলা

চসিকের সাবেক কাউন্সিলর ডিউক খুলনা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৯ অক্টোবর ২০২৪
চসিকের সাবেক কাউন্সিলর ডিউক>> ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) রাতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

নাজমুল হক ডিউক চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি আওয়ামী লীগের একই ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘নাজমুল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে ডবলমুরিং থানায় পাঁচটি মামলা আছে। চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের তথ্যের ভিত্তিতে খুলনার খান জাহান আলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।’

ডবলমুরিং থানার মামলায় গ্রেফতার দেখিয়ে নাজমুল হক ডিউককে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।

এএজেড/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।