ডিএমপির ৭ যুগ্ম পুলিশ কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ বদলি করা হয়।
- আরও পড়ুন
- গ্রেড-১ পেলেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক রফিকুল ইসলাম
- ১৭ নভেম্বর নয়, নিয়োগপ্রাপ্তদের যোগ দিতে হবে ১ জানুয়ারি
যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে
অপারেশন্স বিভাগের সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোহাম্মদ ওসমান গণিকে লজিস্টিকস বিভাগে, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) বদলি করা হয়েছে।
এছাড়া গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপির ট্রেনিং বিভাগে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।
টিটি/কেএসআর/এএসএম