এনআইডি সেবা নিতে হটলাইনে টোল ফ্রি কথা বলা যাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
এনআইডির সব ধরনের সেবা পেতে ইসির হটলাইনে কথা বলা যাবে/ ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা পেতে প্রয়োজনে নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ১০৫ -এ টোল ফ্রি কথা বলা যাবে। সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ সেবা মিলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৮ অক্টোবর) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নির্বাচন কমিশন জানায়, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডি বিষয়ক যে কোনো সেবার জন্য নিজ জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারবেন।

এমওএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।