নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে সুইডেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করছে সুইডেন সরকার।

সোমবার (২৮ অক্টোবর) শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত এ তথ্য জানিয়ে সেক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ কে সম্পৃক্ত করার বিষয়ে সহায়তা চান।

সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিল্প উপদেষ্টার সহায়তা কামনা করেন।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।

এসময় শিল্প উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এনএইচ/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।