বাড্ডায় ফার্নিচারের দোকানে নারীর গলাকাটা মরদেহ, কর্মচারী পলাতক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় একটি ফার্নিচারের দোকান থেকে আমেনা আক্তার (৩২) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্বাঞ্চল এলাকার ২৬ নম্বর লেনের ফার্নিচারের একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ওই ফার্নিচারের দোকানে রাতে একজন কর্মচারী থাকতেন বলে জানা গেছে। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রোববার রাতে সবাই দোকান বন্ধ করে যান। পরে রাত সোয়া ৮টার দিকে এক নারীকে নিয়ে ওই কর্মচারী দোকানের ভেতরে প্রবেশ করেন। আজ সকালে দোকান থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। দোকানের কর্মচারী পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।

পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে এই নারীর পরিচয় জানা গেছে। তার স্বজনদের কবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।