ভিসা সহজ করতে আরব আমিরাতের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৮ মে ২০১৬

আরব আমিরাতে প্রবেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজতর করতে সে দেশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল-শেহি রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সঙ্গে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাতের নাগরিকদের জন্য বাংলাদেশ ‘ভিসা অন এরাইভাল’ পদ্ধতি চালু করেছে। ব্যবসা-বাণিজ্য ও দাফতরিক প্রয়োজনসহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসা পদ্ধতি সহজ হবে বলে বাংলাদেশ আশা করে।

হাসানুল হক ইনু এ সময় দু’দেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে দু’দেশের জনগণের সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। আরব আমিরাতকে ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী বলে অভিহিত করে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সে দেশের আল-নাহিয়ান ফাউন্ডেশনের আওতায় প্রস্তাবিত হাসপাতাল কমপ্লেক্স এবং আল-নাহিয়ান ট্রাস্ট, বাংলাদেশের কাজের অগ্রগতির বিষয়েও রাষ্ট্রদূত সাঈদের সঙ্গে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ড. সাঈদ গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তিসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং উন্নয়ন ও সন্ত্রাসদমনে দু’দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যাবর্তন চুক্তির পাশাপাশি সে দেশের দূতাবাসের জন্য ঢাকায় জায়গা বরাদ্দের বিষয়টিও স্মরণ করেন রাষ্ট্রদূত।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।