রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে : সংসদীয় কমিটি


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ মে ২০১৬

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এবার রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না। প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে সরকার পূর্ব প্রস্তুতি নিয়েছে।

রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেসবিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কমিটির বৈঠক হয়।

সভাপতি জানান, এবার যথেষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে। তাই দাম বাড়ার কোনো সুযোগ নেই। তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম প্রতিদিন বাজার মনিটরিং করবে।

মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এবার বাজার স্বাভাবিক থাকবে। দাম বাড়ার কোনো সুযোগ নেই। যদি কোনো অসাধু ব্যবসায়ী অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু।

বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ আছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।
 
এইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।