গুলিস্তানে দুই বাসের চাপায় পথচারী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩১ এএম, ২৫ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের চাপায় পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন জানান, গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার ও দোয়েল পরিবহনের বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে ভাড়া থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।