চট্টগ্রামে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। বৃহস্পতিবার দুপুর সাগরিকা রোডের রিটাক মোড়ের বাজারসহ ফুটপাত ও নালার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, সাগরিকা বিটাক মোড়ের রাস্তার দুপাশে ফুটপাত এবং নালার ওপর প্রায় ২০০ অবৈধ স্থাপনা ছিল। এতে জনদুর্ভোগ তৈরি করেছিল এসব স্থাপনা। বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিন ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।