প্রধান উপদেষ্টার একান্ত সচিব পদে মোজাম্মেল হকের নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪

চীনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অব মিশনের মহাপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ বাতিল করা হয়েছে। তার নিয়োগ বাতিল করে বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে অফিস আদেশ জারি করা হয়েছিল।

মোজাম্মেল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার স্মারকটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্র সচিবের কাছে লেখা চিঠিতে জানানো হয়।

আরএমএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।