দুদক সংস্কার কমিশন

মাসুদ আহমেদের পরিবর্তে সদস্য আতাউল হাকিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৩ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের সদস্য মাসুদ আহমেদের পরিবর্তে সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন সদস্য পরিবর্তন করে মঙ্গলবার (২২ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৩ অক্টোবর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে প্রধান করে আট সদস্যের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে সরকার।

একজন সদস্য পরিবর্তনের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন নামে কমিশন গঠন করেছে। সরকার এ কমিশনের ২ নম্বর ক্রমিকে বর্ণিত সদস্য সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদের স্থলে সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিমকে এ কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করলো।

আরএমএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।