চট্টগ্রামে ৬০ পয়েন্টে পণ্য বিক্রি করবে টিসিবি
শেখ হাসিনা সরকারের আমলে দলীয় লোকদের পছন্দের ব্যক্তিদের কার্ড দিয়ে বিক্রি হতো টিসিবির পণ্য। এবার সেই কার্ডধারী ছাড়াও কার্ডবিহীন লোকজনও টিসিবির পণ্য কিনতে পারবেন। চট্টগ্রাম মহানগরীর ৬০ জায়গায় ট্রাকসেল পয়েন্ট নির্ধারণ করেছে টিসিবি। বৃহস্পতিবার ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন থেকে যাদের কার্ড নেই তারাও টিসিবির পণ্য পাবেন। যাদের কার্ড নেই তাদের জন্য নগরীতে ৬০টি ট্রাকসেল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব পয়েন্টকে তিন গ্রুপে ভাগ করে প্রতিদিন ২০টি পয়েন্টে কার্ড ছাড়া মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি পয়েন্টে সপ্তাহে দুদিন ট্রাকে করে পণ্য দেওয়া হবে।
তিনি জানান, ২৪ অক্টোবর থেকে টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য (৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন) নিতে পারবেন। প্রতিটি ট্রাকে ৪০০ জনের পণ্য দেওয়া হবে। একটি পয়েন্টে সপ্তাহে দুদিন পণ্য বিক্রি করা হবে। একটি পয়েন্টে বোরবার ও বুধবার, আরেক পয়েন্টে সোমবার ও বৃহস্পতিবার এবং আরেকটি পয়েন্টে মঙ্গলবার ও শনিবার পণ্য বিক্রি করা হবে।
জানা যায়, চট্টগ্রামে টিসিবির ফ্যামিলি কার্ডধারী আছেন ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন। এর মধ্যে নগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ জন এবং ১৫ উপজেলায় ২ লাখ। অভিযোগ ছিলো, দীর্ঘদিন থেকে নগরীতে ওয়ার্ডভিত্তিক কাউন্সিলদের তৈরি করা ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পেয়ে আসছেন।
সাধারণ মানুষের অভিযোগ ছিল, চসিকের সাবেক কাউন্সিলরদের সাথে যাদের সুসম্পর্ক ছিল তাদের কার্ড দিয়েছেন। অনেক গরিব মানুষ কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। এই কারণে সরকার সর্বসাধারণের জন্য টিসিবির পণ্য উন্মুক্ত করে দিয়েছেন। এখন থেকে যে কেউ টিসিবির নির্ধারিত পয়েন্টে গিয়ে পণ্য নিতে পারবেন।
এমডিআইএইচ/এমআরএম/জেআইএম