ডিম-আলু-পেঁয়াজের বাজারে অভিযান, ১২৮ প্রতিষ্ঠানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২২ অক্টোবর ২০২৪
১২৮ প্রতিষ্ঠানকে জরিমানাকে করেছে বিশেষ টাস্কফোর্স

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সারাদেশের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের এসব বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অধিদপ্তরের ছয়জন কর্মকর্তা বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া দেশের ৫২টি জেলায় অভিযান চালিয়ে ১২৮ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে অধিদপ্তরের ৫৮টি টিম।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।