নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত চেয়েছে কমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২২ অক্টোবর ২০২৪
৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত চেয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।

প্রেস বিজ্ঞপ্তিতে ড. বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে সবার অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

ই-মেইল: [email protected], ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd, ফেসবুক পেইজ: www.facebook.com/ercbd2024

এমওএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।