আনোয়ারায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২২ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুচ্ছগ্রামে হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বটতলী গ্রামের গুচ্ছগুগ্রাম প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার রাতে চারটি হাতির একটি পাল গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। রাত ১০টার দিকে হালিমা খাতুন গুচ্ছগ্রামে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণে শিকার হন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা পাহাড়ে তার মরদেহ দেখতে পায়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে হাতির আক্রমণে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে মো. দুলাল (৬০) নামে এক বৃদ্ধ ও বৈরাগ ইউনিয়নে হাতি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে রেহানা বেগম (৩৮) নামে এ নারীর মৃত্যু হয়।

এএজেড/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।