৩ রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২১ অক্টোবর ২০২৪

মস্কো, ওয়াশিংটন ডিসি ও আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল করছে।

আরএমএম/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।