চট্টগ্রাম বন্দরে ফের অভিযানে বিআরটিএ: ২৬ যানবাহনকে জরিমানা
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আবারও অভিযান চালিয়েছে বিআরটিএ। রোববার (২০ অক্টোবর) বিকেলে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে বন্দরে জেটি অপারেশনে নিয়োজিত ৩ প্রতিষ্ঠানের ২৬ যানবাহনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেসার্স বশির আহমেদের ১০টি যানবাহনকে এক লাখ টাকা, ফজলে অ্যান্ড সন্সের ৮টি যানবাহনকে ৮০ হাজার টাকা এবং এফ কিউ খান ব্রাদার্সের ৮টি গাড়িকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে ফিটনেস হালনাগাদ না থাকায় এক লাখ ২০ হাজার টাকা, ট্যাক্সটোকেন হালনাগাদ না থাকায় ৭০ হাজার টাকা এবং রুট পারমিট না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এমডিআইএইচ/এমএইচআর