২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৪
২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা/ছবি-মাহবুব আলম

দুই ঘণ্টা পার হয়ে গেলেও শাহবাগ থেকে অবরোধ তুলে নেয়নি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা। ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেও আউটসোর্সিং কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন।

২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

আরও পড়ুন

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পুলিশ আবার পেছনে সরে যায়।

২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার আউটসোর্সিং কর্মচারীর। শাহবাগ অবরোধ করে তারা চাকরি জাতীয়করণের দাবি জানান।

এমএইচএ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।