আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই নতুন ভোটারদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৯ অক্টোবর ২০২৪
প্রতীকী ছবি

নতুন ভোটার নিবন্ধনের সময় উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই বলে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

এনআইডির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে জানানো হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না।

আরও পড়ুন

এই অবস্থায়, সব উপজেলা নির্বাচন অফিসসমূহকে আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমওএস/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।