রাজধানীতে ৭৭ লিটার দেশি মদসহ কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৪

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৭ লিটার দেশি মদসহ নুরু মাতব্বর (৪৮) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সিটি কলোনির একটি বাড়িতে মাদকদ্রব্য আছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ৭৭ লিটার দেশি মদ, মাদক বিক্রির ৪ হাজার ২৫ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।